নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে কোভিড ১৯ নিয়ন্ত্রণে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া ১০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার (১ মে ) জাতীয় মহান শ্রমিক দিবস উপলক্ষে উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে এবং স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু এর সার্বিক সহযোগিতায় উপজেলার মোড় উপজেলা শ্রমিক লীগের অস্থায়ী কার্যালয়ে এই ত্রাণ বিতরণ করা হয়।
উপজলো শ্রমিকলীগের সভাপতি আব্দুস ছালাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো.শাহালম মিয়া এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. উজ্জ্বল হোসেন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুন সহ বিভিন্ন ইউনিয়নের শ্রমিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রীর প্যাকেটে ছিল, (চাল, ডাল,চিনি,লবন, তেল, আলু)।
উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুস ছালাম বলেন,টাঙ্গাইল -৬ (নাগরপুর -দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এর সার্বিক সহযোগিতার কারনে আজ ১০০ কর্মহীন শ্রমিকদের মাঝে ত্রাণ দেওয়া সম্ভব হয়েছে। ‘লকডাউনে কর্মহীন শ্রমিকদের বহু পরিবার অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে দিনাতিপাত করছে। তারা যেন ভালো ভাবে চলতে পারে তার জন্যই সহযোগিতার হাত বারিয়ে দিয়েছেন আমাদের এমপি।
Leave a Reply