হাকিকুল ইসলাম খোকন: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফায়ার ডিপার্টমেন্টের ডেপুটি চিফ ইন্সপেক্টর সাঈদ রহমান গত ৩ এপ্রিল শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।খবর বাপসনিউজ।তার পরিবার ও সন্তানদের শিক্ষার জন্য Go Fund এ একাউন্ট খোলা হয়েছে। যাদের পক্ষে সম্ভব নীচের লিংকে গিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
https://www.gofundme.com/f/college-fund-for-the-children-of-syed-rahman-fdnyসবাই
দোয়া করছেন জীবিত থাকা কালে তিনি যেভাবে মানব কল্যাণে কাজ করে গেছেন, আল্লাহ্ পাক যেন তারই বদৌলতে তাঁকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন।
Leave a Reply