নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
করোনা প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন প্রতিরোধে টাঙ্গাইলের নাগরপুরে সড়ক ও মহা সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে উপজলার বাস শ্রমিকরা। এমন অবস্থায় আয়-রোজগার নেই নাগরপুরের পরিবহন শ্রমিকদের। আয় না থাকায় পরিবার-পরিজন নিয়ে দুঃসহ জীবনযাপন করছেন শ্রমিকরা। এমন অবস্থায় উপজেলার ৩৬ জন বাস শ্রমিকের মাঝে ১৫ কেজি করে চাল সহায়তা প্রদান করেন উপজেলা প্রশাসন।
সোমবার (৩ মে ) দুপুরে উপজেলা খাদ্য গুদামে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত ই জাহান উপস্থিত থেকে বাস শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) আবু বক্কর , উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. উজ্জ্বল হোসেন মোল্লা,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো.তারিফুল ইসলাম সহ উপজেলা খাদ্য গুদামে কর্মকর্তা ও কর্মচারী এবং নাগরপুর বাস মালিক সমিতর ড্রাইভার শ্রমিকবৃন্দ।
Leave a Reply