ফুলবাড়ী( দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে আল হুদা বালিকা ক্বওমী মাদরাসায় ১৭ জন শিক্ষার্থী মাত্র তিন মাসে পড়াশোনা করে কোরআন শরীফ পড়ার যোগ্যতা অর্জন করায় তাদের হাতে অনুষ্ঠিক ভাবে কোরআন তুলে দিতে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের কোরআনের সবক পাঠ দান করেন আসহাবে সুহফা তালিমুল কোরআন মাদরাসার মুহতামিম হাফেজ মোঃ খাজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ইমাম আলী আল রেজা, প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা আল আমিন বিন আমজাদ,শিক্ষা সচিব মাওলানা নুর মোহাম্মদ, রওজাতুল কোরআন মাদরাসার মুহতামিম মাওলানা বেলাল হোসেন, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাদরাসার শিক্ষার্থীদের কোরআন শরীফ দান করেন আবদুল মজিদ মাস্টার ও মোঃ মিলন মাস্টার। কোরআনের সবক শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা আল আমিন বিন আমজাদ জানান আল্লাহর অশেষ রহমতে মাত্র তিন মাসের পড়াশোনায় ১৭ জন শিক্ষার্থী কোরআন শরীফ পড়ার যোগ্যতা অর্জন করেছে,অত্র প্রতিষ্ঠানে এতিমদের সম্পুর্ন ফ্রি পড়াশোনা ও থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ইমাম আলী আল রেজা বলে দুনিয়াবি কোন উদ্দেশ্য নয় শুধু আল্লাহ তায়ালাকে রাজী খুশি করার উদ্দেশ্যে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, এখানে কোরআন হাদিসের শিক্ষার পাশাপাশি সরকারি সিলেবাস অনুযায়ী জেনারেল শিক্ষারো ব্যবস্থা রয়েছে।
Leave a Reply