কাপাসিয়া উপজেলার টোক “মানবতার ঘর” থেকে ষাটোর্ধ্ব বয়সী অসচ্ছল প্রবীণ ব্যক্তিদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে ।
মঙ্গলবার (১১মে) বিকেলে উপজেলা টোক বাজার সংলগ্ন প্রবীণ কল্যান সংঘের কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে এ ঈদ উপহার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মোঃ আমানত হোসেন খান।
মানবিক এ কাজে টোক মানবতার ঘরকে আর্থিক ভাবে সহযোগিতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আমানত হোসেন খান, বিশিষ্ট ডেভলপার মোঃ জসিম উদ্দিন সিকদার, ক্যাম্পেইন ফর সোশ্যাল প্রেয়ার এএফএম ইকবাল, স্যান্ডার্ড চার্টার্ট ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা শরীফ সোহেল, স্পেন প্রবাসী কামরুজ্জামান কামরান।
এ সময় উপস্থিত ছিলেন মানবতা ঘরের প্রধান উদ্যোক্তা উজলী দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মোমতাজ উদ্দিন, টোক ইউনিয়ন প্রবীণ সংঘের সভাপতি আবদুছ ছামাদ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মাস্টার, সহ-সভাপতি শাজাহান মাষ্টার, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধক্ষ হাবিবুর রহমান জসিম প্রমুখ ।
মানবতা ঘরের প্রধান উদ্যোক্তা মোমতাজ উদ্দিন জানান, ষাটোর্ধ্ব বয়সী অসচ্ছল ৬০ জন প্রবীণ ব্যক্তির মাঝে পোলাও চাল, সেমাই , চিনি, দুধ, সাবান, আলু, কিছমিছ, ডালসহ নগদ ২০০ টাকা ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। মানবতার ঘরের মানবিক এ কাজ অব্যাহত থাকবে।
Leave a Reply