নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে মহামারি করোনা সংক্রমণের এই পরিস্থিতিতে লকডাউনে কর্মহীন ২ শত পরিবারের মাঝে ব্যাক্তিগত তহবিল থেকে ত্রাণ বিতরণ করেছেন উপজেলার গয়হাটা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রয়েল।
বৃহস্পতিবার (১৩ মে) সকালে উপজেলার গয়হাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান রয়েল এর নিজ বাড়ী থেকে কর্মহীন পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় প্রত্যেককে চাউল, ডাউল,আলু ও পিয়াছ দেওয়া হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমের আরো উপস্থিত ছিলেন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুন, মাহবুব এ খোদা জুয়েল,রবিন প্রমুখ।
গয়হাটা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রয়েল বলেন, স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু এর দিকনির্দেশনায় ২ শত কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বঙ্গবন্ধুর ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মাণের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আমরা তার স্বপ্ন সারথী হিসাবে কর্মহীন ও দুস্থ মানুষদের পাশে থাকার চেষ্টা করছি।
Leave a Reply