শাহিনুর রহমান সোনা, রাজশাহী: রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক উপচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নুরে-ইসলাম মিলন ও প্রতিবেদক জামি রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধায় পত্রিকাটির অফিসে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক উপচারের ভারপ্রাপ্ত সম্পাদক ও রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নুরে ইসলাম মিলন’র
সভাপতিত্বে সভায় উপচার পত্রিকার সাংবাদিকদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে আগামী শনিবার দুপুর ১২টায় মহানগরীর জিরো পয়েন্টে, রাজশাহী প্রেসক্লাবের সামনে মানববন্ধনের ঘোষণা দিয়েছেন উপচার কর্তৃপক্ষ।
এতে রাজশাহীর সকল সামাজিক ও সাংবাদিক সংগঠনের সদস্যদের উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ মে দৈনিক উপচারের অনলাইন ভার্সনে এক আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলনের বিষয়ে “সোনালী সংবাদ সম্পাদক লিয়াকত আলীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আ.লীগ নেতা” শিরানামে করা নিউজের কারনেই এই মামলা দায়ের করেছেন দৈনিক সোনালী সংবাদ সম্পাদক লিয়াকত আলী।
Like this:
Like Loading...
Leave a Reply