নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ প্রদর্শনীর ২০২১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুন) সকালে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে।
মহামারী করোনাভাইরাস এর কারণে সীমিত পরিসরে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় প্রাণিসম্পদের সাথে সম্পৃক্ত ও প্রাণিসম্পদ খামারি ও ডেইরি ফার্ম মালিকদের নিয়ে ৪০ টি স্টল এর ব্যবস্থা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সিফাত ই জাহানের সভাপতিত্বে প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ফারুক হোসাইনের পরিচালায়নায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান সামিয়া বেগম শিপ্রা,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সোহেল রানা,
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) বাহালুল খান বাহার, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ জাফরুল হাসান রিপন সহ উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ প্রাণিসম্পদ প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে স্থানীয় প্রাণিসম্পদ উদ্যোক্তা ও খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
Leave a Reply