নাগরপুর, প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে ডিজিটাল খতিয়ান,ই-নামজারি এবং বিদ্যমান ভূমি সম্পর্কিত জনগুরুত্বপূর্ণ আইন ও সেবাসমূহ সম্পর্কে ধারণা প্রদান সংক্রান্ত এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ জুন) দুপুরে ভূমি সেবা সপ্তাহ- ২০২১ উদযাপন উপলক্ষে নাগরপুর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, উদ্যোক্তা, ভুমি সহকারী, উপসহকারী এবং সাংবাদিকবৃন্দ অংশ নেন।
উপজেলা নির্বাহী অফিসার সিফাত ই জাহানের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুরের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ন কবীর।
নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর বলেন, ভূমি বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন ও ডিজিটালাইজ বিষয়ে সকলকে অবহিত করেন।কর্মশালায় প্রশিক্ষণের মাধ্যমে ভূমি আইনের মৌলিক বিষয়দি জেনে এবং অর্জিত জ্ঞান ব্যক্তি, পরিবারিক ও সামাজিক জীবনের কল্যাণে ব্যবহার করবে এ সময় ভূমি সেবা সপ্তাহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয় কর্মশালায়। তিনি আরো বলেন, উপজেলার সকল জনগণকে অনলাইনে খাজনা ও খারিজ জরার জন্য মাইকিং করে জানানো হচ্ছে।
Leave a Reply