নিজস্ব প্রতিবেদকঃ
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক, বরেণ্য কথাশিল্পী শহীদ জননী জাহানারা ইমামের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। আজ থেকে প্রায় ২৯ বছর আগে তাঁর নেতৃত্বে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের বিচারের দাবিতে আন্দোলন গড়ে ওঠে। তিনি যে জাগরণ তৈরি করেছিলেন তার ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের সময় বিচার শুরু হয়ে এখনো চলছে। মহান মুক্তিযুদ্ধে জাহানারা ইমাম তাঁর সন্তান শাফি ইমাম রুমিকে হারান। তাঁর লেখা দিনলিপি ‘একাত্তরের দিনগুলি’ মুক্তিযুদ্ধকালের হৃদয়গ্রাহী প্রামাণ্য দলিল হয়ে উঠেছে। ১৯৯২ সালে যুদ্ধাপরাধের বিচারের দাবিতে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠন ও ছাত্র-নারী-মুক্তিযোদ্ধা সংগঠনের সমন্বয়ে গড়ে ওঠে ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটি’। এই কমিটির উদ্যোগে ওই বছরের ২৬ মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত গণ-আদালতে জামায়াত নেতা গোলাম আযমের প্রতীকী বিচার হয়। ক্যান্সার আক্রান্ত হয়ে ১৯৯৪ সালের ২৬ জুন জাহানারা ইমাম মারা যান।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ এক বার্তায় ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন এবং মরহুমের জন্য দোয়া প্রর্থনা করেছেন।
Leave a Reply