মোঃ আলমগীর হোসেন, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সমাজসেবা অফিসার ও পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলরসহ ৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) ৪ জনসহ এরা করোনায় আক্রান্ত হন। উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এ্যানটিগেন টেস্টে ১ জন এবং সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের দেওয়া টেস্টে ২ জন আক্রান্ত হয় ।এদের মধ্যে আক্রান্তরা হলেন,-উল্লাপাড়া সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোতালেব, পৌর কাউন্সিলর আজাদ হোসেন, উপজেলার বামন ঘিয়ালা গ্রামের চান মিয়া (৬০), বাগমারা গ্রামের মনিরুজ্জামান(৩৯)। উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগ নিয়ন্ত্রন কর্মকর্তা এবং কোভিড-১৯ ফোকাল পারসন ডাঃ মোঃ আলামিন হোসেন জানান, গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষার রিপোর্টে উল্লাপাড়ার ২ জন এবং উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এ্যানটিগেন টেস্টে ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন । এরা সবাই নিজ নিজ বাড়িতে হোম কোয়ারান্টাইনে রয়েছে ।
Leave a Reply