রবিন খান, স্টাফ রিপোর্টারঃ নাটোরের সিংড়া উপজেলা মহিষমারী গ্রামের ঢাকা ফেরত একই পরিবারের ৩ জন সদস্য কোম কোয়ারেন্টানে গত শুক্রবার থেকে আছেন। হঠাৎ করে ফোন করে জানান তাদের পরিবারের কোন খাবার নেই।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি ও চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধার নির্দেশনায় গভীর রাতে হোম কোয়ারেন্টাইনে থাকা পরিবারের মানুষের বাড়িতে চাল, ডাল, তেল, লবণ ও সাবান পৌঁছে দিলেন চামারী ইউনিয়নের সেচ্ছাসেবী কর্মীরা। এই সময়ে এসব পেয়ে খুশি কর্মহীন মানুষগুলো।
সেচ্চাসেবী সদস্য ইব্রাহিম খলিলুল্লাহ দুলাল, ও মাহিদুল ইসলাম মানিক জানান, চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধার উদ্যোগে তাদের এ সহায়তা অব্যাহত থাকবে। আর দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে তিনি বিত্তবানদের প্রতিও আহ্বান জানিয়েছেন।
খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে দেওয়া হয়েছে ১৫ কেজি চাল, ২ কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি লবণ ও দু’টি সাবান।
চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা জানায়, পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলেছি। তারা প্রকৃত অর্থেই খুব কষ্টে আছেন। সামান্য সাহায্য পেয়েও তারা খুশি হয়েছেন।
Leave a Reply