নাগরপুর,প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে করোনায় কর্মহীন ও অসহায় ৫ শত পরিবারের মাঝে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রালয়ের অধিনে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭জুলাই) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সদর এবং সহবতপুর বাজারে নিম্ন আয়ের ২০০ জন এবং সিএনজি শ্রমিক ১৫০ জন ও অটোশ্রমিক ১৫০ জনকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রির তালিকায় ছিল,১০ কেজি চাল,১ কেজি তেল,১ কেজি ডাল,২ কেজি আলু,১ কেজি লবণ ও ১ কেজি চিনি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু এমপি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমাযুন কবীর, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহীদুল ইসলাম খান অপু, এাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. উজ্জল মোল্লা,উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুস ছালাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো.ফারুক হোসেন,উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন এবং সাধারন সম্পাদক মো. সজীব মিয়া,নাগরপুর বাজার বনিক সমিতির আহ্বায়ক মো. হাবিবুর রহমান লিটন প্রমুখ।
Leave a Reply