নাগরপুর, প্রতিনিধিঃ
নাগরপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার (১৫ আগস্ট) সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং শোক র্যালি করেন উপজেলা কৃষকলীগ।
পড়ে নাগরপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষক লীগের আহ্বায়ক(সম্মেলন প্রস্তুতি কমিটি) আলমগীর হোসেন ইকবালের সভাপতিত্ব এবং উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাহবুব মোর্শেদ রাসেল এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মামুদনগর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান এবং উপজেলা কৃষক লীগ আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক সোলায়মান খান মিঠু, যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ, সদস্য সচিব মাসুম হোসেন , কামরুন নাহার সিদ্দিকী,সদর ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়ক আমির হোসেন আজম প্রমূখ।
অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবার বর্গের প্রতি দোয়ার মাহফিল পরিচালনা করা হয়। দোয়া শেষে সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।
Leave a Reply