নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ কমায় দীর্ঘদিন পর সরকারী নির্দেশনায় সারাদেশের মতো টাঙ্গাইলের নাগরপুর উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। রবিবার সকাল থেকে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে স্বশরীরে পাঠদান। শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
নাগরপুর উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের সময় ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষা কর্মকর্তারা, শিক্ষক ও কর্মচারীরা। শরীরের তাপমাত্রা মাপার পর প্রত্যেক শিক্ষার্থীকে সাবান দিয়ে হাত ধুইয়ে শ্রেনী কক্ষে প্রবেশ করানো হয়। শ্রেনী কক্ষে পাঠদান শুরুর আগে করোনা সংক্রমন প্রতিরোধে করনীয় বিষয়ে আলোচনা করা হয়।
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মাস্ক পরাসহ শতভাগ স্বাস্থ্যবিধি প্রতিপালন কঠোরভাবে নজরদারীতে রেখেছেন শিক্ষা অফিসের কর্মকর্তারা। টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুসহ জনপ্রতিনিধিরা সংশ্লিষ্ট এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেছেন।
উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা জিএম ফুয়াদ মিয়া বলেন, দীর্ঘ ১৮ মাসের বিরতির পর শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে পেরে বেশ উচ্ছ্বসিত। আমরাও তাদের স্বাগত জানাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। পাশাপাশি তাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দিচ্ছি। আশা করছি প্রতিটি বিদ্যালয়ই কোমলমতি শিক্ষার্থীদের পদচারনায় মূখরিত হয়ে উঠবে। এদিকে, বন্যা কবলিত কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বিরত রাখা হয়েছে। বন্যার পানি নেমে গেলেই এসব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরু হবে। এছাড়া বিকল্প উপায়ে কয়েকটি বন্যা কবলিত বিদ্যালয়ে পাঠদান চালু করা হয়েছে।
Leave a Reply