নিজস্ব প্রতিবেদকঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র মন্ত্রী জনাব অধ্যাপক ড. আব্দুল মোমেন এম. পি এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, জর্জিয়া স্টেটের আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী (পিন্টু)।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র মন্ত্রী জনাব অধ্যাপক ড. আব্দুল মোমেন এম. পি. কে সম্মাননা সূচক ক্রেস্ট প্রদান করেন তিনি।
এসময় তারা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেই দেশে উন্নয়ন সাধিত হয়েছে। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে আজীবন সাধারণ মানুষের কল্যানে কাজ করেছেন, তেমনি শেখ হাসিনাও দেশের জন্য নিবেদিত। দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, জর্জিয়া স্টেটের আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী (পিন্টু) নানা ধরনের সফল কার্যক্রমের কথা তুলে ধরেন।
Leave a Reply