নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা- ২০২১ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে নাগরপুর থানার উদ্দ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো.শরফুদ্দীন, মির্জাপুর সার্কেল সহকারী পুলিশ সুপার এস এম মনসুর মুছা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ছামাদ দুলাল,উপজেলা আওয়ামী লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. উজ্জ্বল হোসেন মোল্লা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাগরপুর উপজেলা শাখার উপদেষ্টা লক্ষ্মী কান্ত সাহার,অরুণ কুমার সাহা, সভাপতি স্বপন কুমার সাহা, সাধারন সম্পাদক রামকৃষ্ণ সাহা রামা সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply