নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুরে উপজেলার ১২টি ইউনিয়নে ২০২১-২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ২০০০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে কৃষকদের মধ্যে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে নাগরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.ইকবাল হোসেন এর সভাপতিত্বে এবং উপসহকারী কৃষি কর্মকর্তা রুবেল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,টাঙ্গাইল -৬(নাগরপুর -দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু ।
এ সময় আরো উপস্থিত ছিলেন,উপজেলায় পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা বেগম শিপ্রা,উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মাহবুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস বলেন, এই কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে উপজেলার ২০০০ কৃষকের মধ্যে সরিষার বীজ ১ কেজি, ডিএপি সার-১০ কেজি ও এমওপি সার-১০ কেজি করে বিতরণ করা হচ্ছে।
Leave a Reply