নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
“মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি”- এই প্রতিপাদ্য সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে নাগরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে তিনদিন ব্যাপী ফায়ার সার্ভিস সপ্তাহের শুভ উদ্বোধন করেন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত ই জাহান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নাগরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান,নাগরপুর থানার এসআই মনোয়ার হোসেন সহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
নাগরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান বলেন, অগ্নি-নিরাপত্তা জোরদার করতে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যক্রমে জন-সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এ বছরও ফায়ার সার্ভিস সপ্তাহ নানা আয়োজনে উদযাপন করছে নাগরপুর ফায়ার সার্ভিস।
Leave a Reply