নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুরে সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. কুদরত আলীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২২ নভেম্বর) বিকালে নাগরপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সরকারী কলেজ চত্বরে এ জনসভার আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. কুদরত আলীর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পদক এ্যাড. মো. জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)। জনসভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. মামুনুর রশিদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুভাষ চন্দ্র সাহা, সাবেক মেয়র মো. জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল জেলা শহর আওয়ামীলীগের সহ সভাপতি গোলাম কিবরিয়া বড় মনি, টাঙ্গাইল পৌরসভার কমিশনার মো. আমিনুর রহমান আমিন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. মতিউর রহমান মতি, বাবু গোপাল চন্দ্রা সাহা, যুগ্ন সাধারন সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, মো. আব্দুস সুবর মিয়া, এাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. উজ্জল মোল্লা সহ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সদর ইউনিয়নের ভোটারগণ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, আগামী ২৮ নভেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হইবে। সরকারের উন্নয়ন সাধারন মানুষের কাছে তুলে ধরে নৌকা প্রতীকের জন্য ভোট প্রার্থনা করবেন তারা। আরো বলেন, কুদরত আলী আপনাদের সন্তান, মাননীয় প্রধানমন্ত্রী নৌকা প্রতীক দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। আপনারা নৌকা প্রতীককে বিজয়ী করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবেন।
Leave a Reply