নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধি
বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি পদক পেলেন দৈনিক যুগান্তর টাঙ্গাইলের নাগরপুর প্রতিনিধি আক্তারুজ্জামান বকুল। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তাকে এ সম্মাননা দেয়া হয়। প্রথম বাঙ্গালী মুসলিম প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের ১১১ তম জন্ম শত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার সন্ধায় বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টটিউট (আইডিইবি) সেমিনার হলে আয়োজিত সংগঠনের উপদেষ্টা বিচারপতি মো. আবু তারিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা শ্রম আপিল ট্রাইবুনালের চেয়ারম্যান বিচারপতি এম ফারুক, বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের সুযোগ্য পুত্র সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা ও প্রাচ্যকলা বিভাগের চেয়ারম্যান প্রফে: ড. হীরা সোবাহান, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য্য প্রফে: ড. কামাল উদ্দিন আহম্মেদ প্রমুখ। মানবাধিকার শান্তি পদক প্রাপ্তির পর বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি পদক পাওয়ায় নাগরপুর প্রেসক্লাব এবং নাগরপুর রিপোর্টার্স ইউনিটির কর্মরত সকল সাংবাদিকবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।
Leave a Reply