টাঙ্গাইলের নাগরপুরে শিশু আফিয়া (৪) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় উপজেলার ভাদ্রা ইউনিয়নের সিংদইর গ্রামে। সে ওই গ্রামের আউলাদ মিয়ার মেয়ে। নাগরপুর থানা পুলিশ শিশু আফিয়ার লাশ উদ্বার করে ময়নাতদন্ত জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেরণ করেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে বাড়ীর উঠান থেকে শিশু আফিয়া নিখোঁজ হয়ে যায়। তার সন্ধান পেতে এলাকার মসজিদ থেকে মাইকিং করা হয়। শিশুর মা ও এলাকাবাসী মিলে আফিয়াকে বাড়ীর পাশে নদীসহ আশপাশে অনেক জাগায় খোজাখুজি করে। ওই রাতেই আফিয়াকে পাশের বাড়ীর আক্তার মিয়া ঘরের পিছনে চাড়ী (ধান বিজানো) মধ্যে মৃত্যু অবস্থায় পাওয়া যায়। আফিয়ার চোখে ও মুখে কাটাসহ মাথায় আঘাতের চিহৃ রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায় । সংবাদ পেয়ে নাগরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে শিশু আফিয়ার ক্ষত লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
নিহত আফিয়ার মা বলেন, আমি মেয়েকে উঠানে রেখে মাগরিবের নামাজ পড়ি। নামাজ পড়ার পর মেয়েকে না পেয়ে পানিতে ও আশ পাশে অনেক খেঁাজাখুজি করি। তিনি আরো বলেন আমার মেয়েকে ভূতে মরে ফেলছে। আপনারা বিশ্বাস করেন বা না করেন। আমার মেয়েকে ভূতেই মেরেছে। তবে পাড়াপ্রতিবেশীরা বলেন, ভূতে এভাবে কোন দিন কোন শিশুকে মারতে পারে আমাদের জানা নাই। আর ভূত বলে কিছু আছে এটা আমরা বিশ্বাস করি না।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, শিশু আফিসার লাশ উদ্বার করে মর্গে প্রেরন করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।
Leave a Reply