নিজস্ব প্রতিবেদকঃ
শিল্পী সমিতির আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন। তিনি পেয়েছেন ১৯১টি ভোট। বিপরীতে মিশা সওদাগর পেয়েছেন ১৪৮টি ভোট।
এক শুভেচ্ছা বার্তায় প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানির সভাপতি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও জার্মান আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইউনূস আলী খান।
আর ১৭৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জায়েদ খান। তার বিপরীতে নিপুণ পেয়েছেন ১৬৩টি ভোট।
এছাড়া অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে ডিপজল ও রুবেল, সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক। সাংগঠনিক সম্পাদক পদে জয়ী শাহানূর৷ সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন ইমন, আর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী।
এছাড়া জয়ী হয়ে ১১ জনের কার্যকরী সদস্য পদের তালিকায় নাম লিখিয়েছেন মিশা-জায়েদ প্যানেল থেকে অঞ্জনা, রোজিনা, অরুণা বিশ্বাস, সুচরিতা, আলীরাজ, মৌসুমী, চুন্নু এবং কাঞ্চন-নিপুণ প্যানেলের ফেরদৌস, কেয়া, জেসমিন ও অমিত হাসান।
শনিবার ভোর ৫টা ৫০ মিনিটে নির্বাচন কমিশনার পীরজাদা শহিদুল হারুন এ ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, শিল্পী সমিতির মোট ভোটার ৪২৮ জন। ভোট দিয়েছেন ৩৬৫ জন। বাতিল হয়েছে ২৬টি ভোট। সুতরাং ৩৩৯টি ভোট নিয়ে এবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন শিল্পীরা।
Leave a Reply