মোঃ-সেলিম রেজা তাজ,ব্যুরো চীফঃ বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে খড়িডাঙ্গা গ্রাম থেকে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মো. মনিরুজ্জামান (৪৮) ও মো. আঃ সালাম (৩৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ৮টার দিকে খড়িডাঙ্গা সীমান্ত থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মনিরুজ্জামান খড়িডাঙ্গা গ্রামের আবুল হোসেনের ছেলে ও একই গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে আঃ সালাম।
এবিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে খড়িডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply