মোঃ-সেলিম রেজা তাজ,ব্যুরো চীফঃ- যশোরের শার্শায় ১৬৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি ইজিবাইকসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১০টার দিকে শার্শা টু বেনাপোল মহাসড়কের উপর থেকে ভারতীয় ফেনসিডিল ও একটি ইজিবাইকসহ তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড় গ্রামের মৃত জামশের আলীর ছেলে মো. রাশেদ, মৃত বাবর আলী মোড়লের ছেলে মো. তৈয়ব মোড়ল ও তালশাড়ী গ্রামের জামশের আলীর ছেলে রেসত রহমান শিমন।
উদ্ধার মাদকসহ আসামী আটকের বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ মো. মামুন খান বলেন, প্রতিদিনের ন্যায় আজ সকালে থানা পুলিশের সফল অভিযানে ১৬৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি ইজিবাইকসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
Leave a Reply