নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ৭০০ জন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের জন্য আর্থিক সহায়তার প্রদান করেছেন টাঙ্গাইল -৬ (নাগরপুর -দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের আয়োজনে এবং বাংলাদেশ ইসলামি ফাউন্ডেশন, টাঙ্গাইল জেলা শাখার সার্বিক সহযোগিতায় ৭০০ জন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন প্রত্যেককে ১ হাজার টাকা করে ৭ লক্ষ টাকা ঈদ উপহার স্বরুপ প্রদান করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা মিলনায়তনে আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে এই ঈদ উপহার প্রদান করা হয়।
আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের মহাসচিব মজিবুল ইসলাম পান্না এর সভাপতিত্বে এবং উপজেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক মো.ইব্রাহিম হোসেন খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.ইকবাল হোসেন, ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, বাংলাদেশ ইসলামি ফাউন্ডেশন জেলা শাখার উপ-পরিচালক মোহাম্মদ আলী,নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো.জাহাঙ্গীর আলম প্রমূখ।
Leave a Reply