ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্যে দিয়ে দিনব্যাপী এসিআই মটরস লিমিটেডের বাংলা নববর্ষ- ১৪২৯ পালন করা হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী এসিআই মটরস লিমিটেডের আয়োজনে ঠাকুরগাঁও শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে বাংলা নববর্ষ পালন করা হয়।
দিনব্যাপী এসিআই মটরস লিমিটেডের ট্রাক্টর, হারভেস্টার, পিকআপের মালিক-চালক ও ডিলারদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের মাঝে এসিআই মটরস লিমিটেডের টি-শার্ট বিতরণ করা হয়।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় বক্তব্য দেন, এসিআই মটরস লিমিটেডের রিজিওনাল সেলস ম্যানেজার জহুরুল হক, এহিয়া সেলস এক্সিকিউটিভ মশিউর রহমান, এসিআই মটরস লিমিটেডের ঠাকুরগাঁওয়ের ডিলার আহসান হাবীব পাপ্পু ও বালিয়াডাঙ্গী উপজেলার ডিলার ফয়জুল হক প্রমূখ।
আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর এসিআই মটরস লিমিটেডের ট্রাক্টর, হারভেস্টার, পিকআপের মালিক-চালক ও ডিলারদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply