নিজস্ব প্রতিবেদকঃ
দেশের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানির সভাপতি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও জার্মান আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইউনূস আলী খান।
এক শোক বার্তায় ইউনূস আলী খান জানান, মরহুম আবুল মাল আবদুল মুহিত দেশকে প্রচন্ড ভালোবাসতেন। তিনি দেশের স্বার্থ নিয়ে ও দেশের অভাবী মানুষের কথা ভাবতেন। তিনি ছিলেন স্বমহিমায় মহিমান্বিত ও স্মরণীয় একজন অর্থনীতিবিদ। এক কথায় বলতে গেলে স্মৃতিতে ধরে রাখবার মতো একজন সফল অর্থমন্ত্রী ছিলেন তিনি। তার এই চলে যাওয়ায় দেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তার অভাব কোনো কিছুতেই পূরণীয় নয়।
শোকবার্তায় ইউনূস আলী খান মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
প্রসঙ্গত, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত শুক্রবার (২৯ এপ্রিল) রাত ১২টান ৫০ মিনিটের দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান। এ সময় তার বয়স হয়েছিল ৮৮ বছর।
বার্ধক্যের নানা জটিলতায় সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত কিছুদিন ধরে অসুস্থ ছিলেন।
Leave a Reply