ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ২শ অসহায় ও দুস্থ মানুষদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে ছাত্রলীগ নেতারা।
মঙ্গলবার সন্ধ্যার দিকে জেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের বর্তমান সাবেক নেতাদের নিজ অর্থায়নে ঠাকুরগাঁও পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
ছাত্রলীগ নেতারা বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই আমাদের এই উদ্যোগ। আমরা চাই সকলে মিলে এই ঈদ উদযাপন করবো। অতীতেও যেমন অসহায়দের পাশে আমরা ছিলাম, এখনো আছি এবং আগামীতেও থাকবো।
ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু, ঠাকুরগাঁও পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রনি ইসলাম, ছাত্রলীগ কর্মী রাব্বি, সোহেল, আক্তার, মুন্না, সৌরভ, রিফাত, নাইম,লিটন,রাকিব,সাকিব,বিপ্লব, হেলালসহ ছাত্রলীগের কর্মীবৃন্দ।
Leave a Reply