নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধি
ঢাকা সাভার হাজী ইউনুছ আলী স্কুল এন্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা মাধ্যমিক বিদ্যালয়,মাদ্রাসা ও কলেজ শিক্ষকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক মো.আব্দুল আওয়াল , সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম, সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো.শফিকুল ইসলাম,নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক হোসেন আলী মুনসুর,বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান,বেকড়া বিশ্বেশ্বর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো.কোহিনুর মিয়া সহ প্রায় দেড় শতাধিক শিক্ষকবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রভাষক উৎপল কুমার হত্যার সাথে যারা জড়িত তাদেকে আইনের আওতায় এনে অবশ্যই হত্যাকারীদের বিচার করতে হবে। এছাড়া শিক্ষকদের নিরাপত্তা রক্ষায় শিক্ষক সুরক্ষা আইন করার জোর দাবি জানান শিক্ষকবৃন্দ।
Leave a Reply