সুজন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: আসন্ন বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে বড়গাঁওয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও আলিম মাদ্রাসা মাঠে এই প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
খেলার উদ্বোধন করেন বড়গাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ভূল্লী ডিগ্রী কলেজের প্রভাষক সাহারিয়ার আলম সোহান, বড়গাঁও ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল আহাম্মেদ, ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক এম.এইচ আলী, বড়গাঁও ইউনিয়ন পরিষদ সদস্য মির্জা তায়বুজ্জামান প্রমুখ।
নির্ধারিত সময়ে ব্রাজিল-আর্জেন্টিনা গোলশুণ্য হওয়ায়। পরে ট্রাইফিকার খেলায় ২-১ গোলে আর্জেন্টিনার সমর্থকদের পরাজিত করেন ব্রাজিল সমর্থকরা। গোল দিয়ে ব্রাজিলের সমর্থকরা আনন্দ মিছিল করেন।
বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে স্থানীয় তরুণরা এই প্রীতি ম্যাচের আয়োজন করেন।
এই সময় মাঠের বাইরে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকরা ছাড়াও শত শত ফুটবলপ্রেমী খেলাটি উপভোগ করেন।
অতিথিবৃন্দ ব্রাজিল দলের অধিনায়কের এর হাতে পুরস্কার হিসেবে ট্রফি তুলে দেন।
Leave a Reply