নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে তিন দিন ব্যাপী কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল র্যালি, মেলা উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।
রোববার সকালে উপজেলা চত্বরে তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়।
টাঙ্গাইল -৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু প্রধান অতিথি থেকে এ তিন ব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল মতিন বিশ্বাস,নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন ।
২৫-০৯-২০২২ খ্রিঃ থেকে শুরু হওয়া এই মেলা চলবে ২৭-০৯-২০২২ খ্রিঃ পর্যন্ত। মেলায় ১০টি স্টল অংশ নিচ্ছে। স্টলগুলোতে বিভিন্ন ধরনের কৃষি পণ্য ও কৃষি সামগ্রী স্থান পাচ্ছে।
Leave a Reply