ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন, সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, স্বাধীন বাংলাদেশে ’৭৫ পরবর্তী সময়ে ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা জন্মগ্রহণ করেছিলেন। আজকে তিনি দেশের প্রধানমন্ত্রী। আমরা একদিকে ভাগ্যবান যে ১৯৭৫ সালের ১৫ আগস্টের বিয়োগান্তের দিনে আমাদের প্রধানমন্ত্রী সে সময় দেশের বাহিরে ছিলেন বলে সেদিনের সেই নৃশংস হামলা থেকে বেঁচে যান। তার বোন শেখ রেহেনা সেদিন তার সঙ্গে ছিলেন বিধায় তিনিও সেদিন বেঁচে যান। তারা বেঁচে আছেন বলেই আজ বাংলাদেশকে বিশ্বের অন্যতম শক্তিধর দেশ হিসেবে গণ্য করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আকাঙ্ক্ষা ও স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন সেই স্বপ্ন তিনি পুরোপুরি বাস্তবায়ন করে যেতে পারেননি একাত্তরের পরাজিত শক্তির ঘাতক হামলার কারণে। কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্নের মৃত্যু হয়নি। জাতির পিতার স্বপ্ন অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে যাচ্ছেন আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পঁচাত্তর পরবর্তী সময়ে দেশ স্বাধীনতার চেতনার উল্টো পথে হাঁটছিল এবং সেসময় দেশ ধীরে ধীরে সেই পাকিস্তানি কায়দায় চলে যাচ্ছিল। সেখান থেকে জননেত্রী শেখ হাসিনা তার জীবন, যৌবন সব কিছু বাজি রেখে দেশকে পুনরায় মুক্তিযুদ্ধের চেতনায় দাঁড় করিয়ে দেশকে আবার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাঙলায় দাড় করিয়েছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন ও তার কাঙ্ক্ষিত সোনার বাঙলা বিনির্মাণে যেভাবে জননেত্রী শেখ হাসিনা পঁচাত্তর থেকে শুরু করে এখনো কঠোর পরিশ্রম করে যাচ্ছেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটা এখন পৃথিবীবাসীর কাছে অনুকরণীয় ও আশ্চর্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
Leave a Reply