নাগরপুর(টাংগাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে আজ রবিবার টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর ৫৩ তম জন্মদিন পালিত হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিল কেক কাটা, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল। নাগরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ ও এর অঙ্গ ও সহযোগি সংগঠন এ জন্মদিন পালন করে।
কেন্দ্রীয় আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রয়াত হাজী মকবুল হোসেন ও মহিলা আওয়ামীলীগ নেত্রী মোনা হোসেনের প্রথম সন্তান আহসানুল ইসলাম টিটু ১৯৬৯ সালের এই দিনে টাঙ্গাইলের নাগরপুরে তার নানা বাড়িতে জন্মগ্রহন করেন। তাঁর জন্মদিনে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ এমপি’র উপজেলাস্থ নিজস্ব কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে।
নাগরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবর আল মামুনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ ফারুক হোসেনের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মোঃ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ উজ্জল হোসেন মোল্লা,তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জাকির তালুকদার,উপজেলা শ্রমিকলীগ সভাপতি আব্দুস সালাম,সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ শাহজাহান মিয়া,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আজিম হোসেন রতন,সাধারণ সম্পাদক মোঃ সজিব মিয়া প্রমুখ।
Leave a Reply