মাসুদ রানা, নাগরপুর প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুরে মাঝরাতে শীতার্ত, দুঃস্থ ও অসহায় ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদুজ্জামান ।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর ) রাতে তীব্র শীতের মধ্যে তিনি উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এসব শীতবস্ত্র বিতরণ করেন।
শীতের রাতে ইউএনও’র কাছ থেকে শীতবস্ত্র পেয়ে শীতার্ত মানুষ ইউএনও’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকী এবং উপজেলা সহকারী প্রোগ্রামার হাবীবুর রহমান ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদুজ্জামান বলেন, সমাজের বিত্তশালীদের অসহায় দরিদ্র মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আহবান জানান তিনি। এমনকি তিনি আরো বলেন নিঃস্বার্থভাবে অসহায় বিপদগ্রস্ত মানুষের সাহায্য ও সেবা করা মহৎ ও পুণ্যময় কাজ।
Leave a Reply