মো.হেলাল উদ্দিনঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের নান্দিনা কামালিয়া গ্রামে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে সহযোগীতা সংগঠন।
০৮ এপ্রিল বুধবার গ্রামের প্রধান প্রধান সড়কসহ প্রতিটি পাড়ায় বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম ও খ্যাদ দ্রব্য বিতারণ করেন সহযোগীতা সংগঠনের সদস্যরা।
এ সময় সহযোগীতা সংগঠনের নিজস্ব অর্থায়নে গ্রামের প্রতিটি মসজিদ, মাদ্রাসা, দোকানপাট এবং রাস্তাঘাটে জীবাণুনাশক বিলিচিং ছিটানো হয় এবং হতোদোরিদর মাঝে খাদ্য দ্রব্য বিতারণ করা হয়।
গ্রামের অসহাই পরিবারে ডাল আলু তৈল সাবান,লবণ,পিয়াজ ১২০টি পরিবারের মাঝে বিতারোন করেন।
হ্যান্ড মাইকের মাধ্যমে মানুষকে করোনা ভাইরাসের সংক্রমণ সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং গ্রামের বিভিন্ন স্থানে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
এ সময় সামাজিক দূরত্ব বজায় রাখার উপরে বেশি গুরুত্বারোপ করা মানুষকে ঘরে থাকার অনুরোধ করা হয়।
সহযোগীতা সংগঠনের সদস্যরা জানান যে যতদিন এই ভাইরাস সংক্রমণের আশংকা থাকবে ততদিন আমরা আমাদের এই কার্যক্রম চালিয়ে যাবো।
Leave a Reply