নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
বছরের প্রথম দিন আজ সারাদেশের মতো টাঙ্গাইলের নাগরপুর উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হচ্ছে পাঠ্যপুস্তক উৎসব দিবস।
রবিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উৎসবের উদ্বোধন করেন টাঙ্গাইল -৬(নাগরপুর -দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জিএম ফুয়াদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.ইকবাল হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ন কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা মো.শাহীনুর ইসলাম,উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম বীথি,নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো.হাসান সরকার জাহিদ সহ নাগরপুর উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষক এবং শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।
বর্নাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সকল শিক্ষার্থীর হাতে অতিথিবৃন্দ নতুন পাঠ্যবই তুলে দেন।
Leave a Reply