নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুরে উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার সকালে শহীদ সামছুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
৪২২ জন ভোটারের মধ্যে ৩৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ২১০ ভোট পেয়ে বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান সভাপতি নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দী মো. আনোয়ার হোসেন প্রাপ্ত ভোট ১৮৫। নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আব্দুর রউফ ২য় বারের মতো ১৯৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী মো. জাহাঙ্গীর হোসেন ১২১ ও মো. হারুন আর-রশিদ এর প্রাপ্ত ভোট ৭৯। বিনা প্রতিদ্বিদ্বীতায় নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি মো. আবুল কাশেম মিয়া. সোহেল রানা, মো. কাউছার হামিদ, বাসুদেব রায়, সিদ্দিকুর রহমান, সহ-সম্পাদক মো. আরশেদ আলী , অর্থ সম্পাদক মো. আসাদুজ্জামান আনসারী, সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুর রহমান খান, সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক রাম কৃষ্ণ চক্রবর্তী, প্রচার সম্পাদক মো. শোভন মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক শিরিন আক্তার।
Leave a Reply