এইচ এম মাইনুল ইসলাম টিটু :
করোনা পরিস্থিতি নিয়ে গাজীপুর জেলাবাসীকে আন্তর্জাতিক করোনা মহামারী দুর্যোগ মুহূর্তে অনুগ্রহ ও বিনম্রতার সাথে খোলা চিঠি লেখেন গাজীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান সরকার। হুবুহু তুলে ধরলামঃ
প্রিয় গাজীপুরবাসী
আসসালামু আলাইকুম!
সকলের প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা, দেশের এই ক্লান্তি লগ্নে আতংকিত না হয়ে আল্লাহ্ উপর ভরসা রাখুন, ধৈর্য্য ধারন করুন, করোনাভাইরাস অস্রবিহীন যুদ্ধ, যে যুদ্ধে দেখেছি প্রতিদিন বিভিন্ন দেশে মৃতুর মিছিল , এই করোনা ভাইরাসকে প্রতিহত করতে সরকার ঘোষিত ছুটি/বন্ধ ঘোষণা দিয়েছে আপনারাও সরকারের বিভিন্ন পদক্ষেপে সারা দিয়ে নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান, গনপরিবহন,রিক্সা, ভ্যান, সমস্ত কিছু বন্ধ করে এই যুদ্ধে অংশ নিয়েছেন। এই জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ (ঘরে থেকে করব যুদ্ধ, করোনা থেকে হবো মুক্ত) বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আপনাদের সাথে নিয়ে এই করোনা থেকে মুক্ত হবো ইনশাআল্লাহ্। এই ছুটি/বন্ধ থাকার কারনে বিশেষ করে আমাদের গরীব কর্মজিবী মানুষের খুবেই অসুবিধা হচ্ছে, তাই শেখ হাসিনা সরকার বিভিন্ন কর্মসুচি হাতে নিয়েছে, ইতিমধ্যে বিভিন্ন স্থানে ত্রান বিতরন শুরু হয়েছে, আপনাদের কাছে অনুরোধ ধৈর্য্য ধারন করুন, ঘরেই থাকুন, বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না,হোম কোয়ারেন্টিন মেনে চলুন, বার বার সাবান পানি দিয়ে হাত পরিস্কার করুন, মাস্ক পড়ুন,যার যার ধর্ম পালন করুন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহর দরবারে সবার জন্য বেশি বেশি দোয়া করুন এবং যার যার অবস্থান থেকে করোনাভাইরাস মোকাবেলায় জাতিকে সহায়তা করুন। আমরা গাজীপুর জেলা ছাত্রলীগ পরিবার আপনাদের পাশে আছি থাকবো। ইতি মধ্যে গাজীপুর জেলা ছাত্রলীগের নেতাকর্মী সহ অধিনস্ত ইউনিটের প্রতিটি নেতাকর্মীরা যার যার অবস্থান থেকে নিজের জীবন বাজী রেখে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত মানুষের সেবায় নিয়োজিত রয়েছে। আমাদের গাজীপুরের একটি লোকও অনাহারে থাকবে না ইনশাআল্লাহ্।
আল্লাহ্ যেনো মরন ব্যাধি করোনাভাইরাস থেকে গাজীপুরবাসী তথা দেশবাসীকে রক্ষা করেন, আমিন।
মোঃ মেহেদী হাসান সরকার
বিবিত্র অর্নাস, এমবিএ (ব্যবস্থাপনা) জাঃবিঃ
এল এল বি অধ্যায়নরত (জাঃবিঃ)
সহ-সভাপতি
গাজীপুর জেলা ছাত্রলীগ
Leave a Reply