পরিচিতি পর্ব, স্মৃতিচারণ ও বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের সমাপ্তি টানা হয়।
পূর্ণমিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭৭ ব্যাচের প্রাক্তন ছাত্র ও অবসর প্রাপ্ত শেরপুর জেলা রেজিস্ট্রার মোঃ সেলিম উদ্দিন তালুকদার। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী লোকনাথ স্কুলের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক এ বি এম আখতারুজ্জামান, স্কুলের প্রধান শিক্ষক মোছাঃ ফিরোজা বেগম, আমেরিকা প্রবাসী প্রাক্তন ছাত্র মো: আব্দুল করিম ও অনুষ্ঠানের উদ্যোক্তা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক শেখ মোহাম্মদ আদম। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক
ডাঃ আলী আকবর সরকার প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত সকল প্রাক্তন ছাত্ররা স্মৃতিচারণ করেন। স্মৃতি চারণ শেষে জীবিত প্রাক্তন শিক্ষকদের ৭৭ ব্যাচের পক্ষ থেকে
উপহার তুলে দেওয়া হয়। স্কুলের পক্ষ থেকে উপহার গ্রহণ করেন
বর্তমান প্রধান শিক্ষক
মোছাঃ ফিরোজা বেগম। আলোচনা ও স্মৃতিচারন অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক আব্দুল মান্নান। অনুষ্ঠানের শেষাংশে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত
হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা ও সংগীত পরিবেশন করেন ৭৭ ব্যাচের ছাত্র বাংলাদেশ বেতার ও টেলিভিশনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুলতান গিয়াস ও সহপাঠীদের অনুরোধে অনুষ্ঠানে সংগীত পরিবেশনের পাশাপাশি উপস্থাপনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসিব পান্না।
Leave a Reply