স্টাফ রিপোর্টার বেনাপোল(যশোর): বেনাপোল স্থলবন্দরে শেখ কাজিম উদ্দীন নামে এক সাংবাদিককে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করায় কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরীর নামে পুলিশে সাধারণ ডায়েরী হয়েছে।
বুধবার( ০৮ এপ্রিল) : রাত সাড়ে ৮ টায় বেনাপোল পোর্টথানায় এ জিডি দায়ের করা হয়। এছাড়া গত ০৫ এপ্রিল শেখ কাজিম উদ্দিনের পক্ষে স্থানীয় সাংবাদিকরা জেলা প্রশাসক বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মন্ডলের কাছে স্মারকলিপি জমা দেন।
শেখ কাজিম বেনাপোল বন্দর প্রেসক্লাবের সভাপতি ও যশোর থেকে প্রকাশিত দৈনিক স্পন্দনের বেনাপোল প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন।
জিডি সুত্রে জানা যায়, গত ০২ এপ্রিল একদল অসহায় মানুষ ত্রাণ গ্রহনে বেনাপোল কাস্টমস হাউজের সামনে স্বল্প জাইগায় ভিড় জমায়। যা করোনা সংক্রমণের ঝুকি থাকায় এমন পরিস্থিতি সৃষ্টিতে রীতিমত বিতর্কের জন্ম নেয় বিভিন্ন মহলে। শেখ কাজিম লোকসমাগমের এই ছবি তুলে তার ফেসবুকে স্ট্যাটাস দেয়। এছাড়া সামাজিক দূরত্ব বজায় না রেখে ত্রাণ বিতরনের বিষয়টি কয়েকটি অনলাইনে প্রকাশিত হয়। এনিয়ে কাস্টমস কমিশনার ও তার কর্মকর্তারা ফেসবুকে কামিজকে বিভিন্ন ভাবে হুমকি প্রদান ও সন্মান হানিকর কথা বলে। লোকসমাগমের স্ট্যাটাসে কাস্টমস কমিশনারের পক্ষে গত ০২ এপ্রিল
কাস্টমস কর্মকর্তা মুহাম্মদ মাজেদুর রহমান শেখ কাজিমের বিরুদ্ধে পুলিশে অভিযোগও দায়ের করে।
বেনাপোল সীমান্ত প্রেসক্লাবের সভাপতি শাহিদুল ইসলাম শাহিন বলেন, করোনা আক্রান্তের ঝুকি থাকলেও সংবাদকর্মী সে ভয়কে উপেক্ষা করে মানুষকে সচেতন ও ভাল মন্দ খবর মানুষের মাঝে পৌছে দিতে কাজ করছে। কিছু মানুষ আছেন যারা সংবাদকর্মীদের সবসময় বিরোধী হিসাবে দেখেন। একজন দায়িত্বশীল কাস্টমস কর্মকর্তার এমন আচারণ মানায় না। তিনি যদি দুঃখ প্রকাশ না করেন তবে সংবাদকর্মীরা এর পর প্রতিবাদ মুলক নানান কর্মসুচী গ্রহন করবে।
শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু বলেন, এই দূর্যোগের সময় জীবনের ঝুকি নিয়ে সংবাদকর্মীরা প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তাদের পাশাপাশি কাজ করে আসছে। সামাজিক দ্রুত বাজায় রেখে প্রয়োজনীয় কাজ ও খাদ্য দ্রব বিতরণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রীর। এখানে কোন অনিয়ম চোখে পড়লে একজন সংবাদকর্মী তা তুলে ধরতেই পারেন। এতে তাদের বিরুদ্ধে খারাপ আচারণ শোভনীয় না।
বেনাপোল পোর্টথানা পুলিশের উপসহকারী (এসআই) আলমগীর হোসের জিডি দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
মোঃ মাসুদুর রহমান শেখ
বেনাপোল যশোর
৮/০৪/২০২০
Leave a Reply