নড়াইলের লোহাগড়ায় চোরাই ইজিবাইক বিক্রয়ের সময় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় চোরাই একটি ইজিবাইক উদ্ধার করা হয়।
গত শুত্রবার (১০ মার্চ) রাতে লোহাগড়া উপজেলার নলদি ইউনিয়নের কালাচাঁদপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- লোহাগড়া উপজেলার নলদি ইউনিয়নের কালাচাঁদপুর গ্রামের মোঃ দুদু মোল্যার ছেলে রুবেল মোল্যা (২০) ও একই গ্রামের নবীর মোল্যার ছেলে সবুজ মোল্যা (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, শুত্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নলদী ফাঁড়ির এসআই মোঃ সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া উপজেলার কালাচাঁদপুর গ্রামে অভিযান চালিয়ে ইজিবাইক বিক্রয়ের সময় তাদেরকে গ্রেপ্তার করে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
You cannot copy content of this page
Leave a Reply