বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদ্য সাবেক সদস্য, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ওয়ার্ড ওয়াইড ওয়েব পোয়েটস্ ক্লাব নিউইয়র্ক সিটির কো-অর্ডিনেটর ও ইন্টারন্যাশনাল অথোর ফোরাম নিউইয়র্ক সিটি কো-অর্ডিনেটর, বাংলাদেশ-ভারত সংস্কৃতি মৈত্রী ফ্রন্ট এর যুগ্ম মহাসচিব এবং বাংলাদেশ পোয়েটস ক্লাব ( USA) এর মহাসচিব, বিশিষ্ট নারী নেত্রী জেসমিন আক্তার বলেন, ঐতিহাসিক ভাবে এই মার্চ মাসটি বাঙালি জাতীয় জীবনে অনেক গুরুত্বপূর্ণ মাস। আর মাত্র দুই দিন পরে ৭ই মার্চ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে ৭ মার্চ একটি অবিস্মরণীয় দিন। এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর ঐতিহাসিক ভাষণের মাধ্যমে বাঙালি জাতিকে স্বাধীনতা সম্পর্কে সঠিক দিকনির্দেশনা প্রদান করেছিলেন। এখনো একাত্তরের রয়ে যাওয়া প্রেতাত্মারা এদেশের উন্নয়নকে দমাতে ষড়যন্ত্র করে যাচ্ছে। এদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে যারা ব্যাহত করতে চাচ্ছে তাদের বিষয়ে আমাদের আরও সচেতন হতে হবে। ৩০ লক্ষ শহীদের রক্ত ও অসংখ্য মা-বোনের সম্ভ্রম ও ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতাকে যারা এখনো মেনে নিচ্ছে না, যারা এখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় তাদেরকে বাঙলার জনগণ এই মার্চ মাসের প্রেরণায় উদ্বেলিত হয়ে তাদেরকে প্রতিহত করবে।
Leave a Reply