ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন, মার্চ মাস আসলেই আমার মনে ভেসে উঠে একটি নাম একটি চেহারা সেটি হলো আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৫১ বছর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে পাকিস্তানের ২৩ বছরের জেল, জুলুম, অত্যাচার-নির্যাতন, শোষণ ও নির্যাতনের ইতিহাস বর্ণনা করে বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপট তুলে ধরে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণে দৃঢ় প্রত্যয় নিয়ে ঘোষণা করেছিলেন :‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ তিনি দেশবাসীকে আহ্বান জানিয়ে বলেছিলেন, যার যা কিছু আছে তাই নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য। তিনি বলেছিলেন :‘ঘরে ঘরে দুর্গ গড়ে তোল।’ এই মার্চ মাসের শুরুতেই যেভাবে সব বাঙালিরা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে পাকিস্তান হানাদার বাহিনীদের উপর ঝাঁপিয়ে পড়েছিল এবং ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের পর সারা বাংলার মানুষ যেভাবে একত্রিত হয়েছিল তার জন্য এই মার্চ মাসের শুরু থেকেই এই আন্দোলন সংগ্রামের বীজ বপন হয়েছিল। একাত্তরের মার্চ ছিল মুক্তিকামী কোটি জনতার আন্দোলনে উত্তাল। সেদিন ঢাকা ছিল স্লোগানের। ‘জাগো জাগো, বাঙালি জাগো’, স্বাধীনতার মাস মার্চ এবার এসেছে ভিন্ন বার্তা নিয়ে। একসময় পৃথিবীর অনেক দেশ বাংলাদেশকে হতদরিদ্র বলে আখ্যায়িত করত। এখন এই দেশটিই উন্নয়নের চূড়ান্ত শিখরে পৌঁছে যাচ্ছে। আজকে শিক্ষা বলেন, চিকিৎসা বলেন, রাজনীতি বলেন সব জায়গায় মেধার স্বাক্ষরতা রাখছে শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলা জাতির মানুষরা।
Leave a Reply