মোঃ-সেলিম রেজা তাজ, স্টাফ ররিপোর্টারঃ-
যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ মিলন হোসেন (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৭ এপ্রিল) বেনাপোল পৌর গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিলন রঘুনাথপুর গ্রামের জুলফিকার আলী’র ছেলে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পৌর গেট এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হবে।
Leave a Reply