দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মো. সাহাবুদ্দিন। নতুন রাষ্ট্রপ্রধানকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল।
এক অভিনন্দন বার্তায় নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি ।
অভিনন্দন বার্তায় হাসান ইকবাল বলেন, ‘আইন পেশা, বিচারালয় এবং দুদকে দায়িত্ব পালনের অভিজ্ঞতা মো. সাহাবুদ্দিনের রাষ্ট্র পরিচালনায় সহায়ক হবে। রাষ্ট্রপতি দলমত নির্বিশেষে গণমানুষের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করলে দেশ ও জাতি উপকৃত হবে। নব নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গণমানুষের অধিকার রক্ষায় সচেষ্ট থাকবেন।’
তিনি আশা প্রকাশ করে বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকার ও নির্বাচন কমিশনকে সহায়তা করবেন নব নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এরআগে, বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মো. সাহাবুদ্দিন। সোমবার বেলা ১১টার দিকে বঙ্গভবনের দরবার হলে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ পাঠ করান।
মো. সাহাবুদ্দিন চুপ্পু ১৯৪৯ সালে পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। পাবনা শহরের পূর্বতন গান্ধী বালিকা বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়ে রাধানগর মজুমদার (আরএম) একাডেমিতে ভর্তি হন চতুর্থ শ্রেণিতে। সেখান থেকে ১৯৬৬ সালে এসএসসি পাসের পর পাবনা এডওয়ার্ড কলেজে ভর্তি হয়ে জড়িয়ে পড়েন ছাত্র রাজনীতিতে।
Leave a Reply