মোঃ-সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টারঃ-
যশোরের শার্শায় সরকারি খাদ্য গুদামে চলতি মৌসুমের ইরি বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে শার্শা উপজেলা ক্রয় ও মনিটরিং কমিটির আয়োজনে কৃষকদের নিকট থেকে ধান ও চাল ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু। এ সময় সেখানে ধান ও চাল সংগ্রহ কমিটির সভাপতি ও উপজেলা নিবার্হী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মামুন হোসেন খান, রাইচ মিল ব্যবসায়ী নাসিমুল হক, সোহেল রেজা, আশরাফুল আলম ও মারুফ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, এবারে শার্শা উপজেলায় ৩০ টাকা কেজি দরে এক হাজার ৯৭৫ মেট্রিক টন বোরো ধান, ৪৪ টাকা কেজি দরে ১০ হাজার ৪৮১ মেট্রিক টন চাল ক্রয় করা হবে।
Leave a Reply