ঠাকুরগাঁও প্রতিনিধি : কৃষক রশিদুল ইসলাম স্থানীয় এক ব্যক্তির কাছে ৫০ শতক জমি বর্গা নিয়ে ধান রোপন করেন। কিন্তু অর্থনৈতিক সংকট ও তীব্র তাপদাহ গরমে তিনি পাকা ধান কাটতে পারছিলেন না। এমন অবস্থায় ঠাকুরগাঁওয়ের কৃষক লীগের নেতাকর্মীরা তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন এবং তার পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন।
সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের রাজাগাঁও গ্রামের অসহায় বর্গাচাষী কৃষক রশিদুল ইসলামের ৫০ শতক জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে কৃষক লীগের নেতাকর্মীরা।
এসময় ঠাকুরগাঁও জেলা কৃষক লীগের সভাপতি পবারুল ইসলাম, সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক কমিটির সদস্য সচিব সুমন ইসলাম তুর্য্য, রাজাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিপেন্দ্র নাথ ঝাঁ, রাজাগাঁও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ভুঞাসহ কৃষক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা কৃষক লীগের সভাপতি পবারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও কেন্দ্রীয় কৃষক লীগের পরামর্শে ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক রশিদুল ইসলামের পাশে এসে আমরা দাঁড়িয়েছি। শুধু ধান কাটা নয়, কৃষক যাতে ফসলের ন্যায্য মূল্য পায় এবং সঠিক সময়ে চাষাবাদের উপকরণ পেতে পারে সে বিষয়েও আমরা ভূমিকা রাখছি।
সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক কমিটির সদস্য সচিব সুমন ইসলাম তুর্য্য বলেন, রাজাগাঁও ইউনিয়নের অসহায় কৃষক রশিদুল ইসলামের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়া হয়। আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে । জেলার অসহায় কৃষকদের পাশে কৃষক লীগের সকল নেতাকর্মীরা থাকবে।
কৃষক লীগের এমন মহতি উদ্যোগের জন্য নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন সহ ভূয়সী প্রশংসা করেন বর্গাচাষী কৃষক রশিদুল ইসলাম।
Leave a Reply