সুজন ঠাকুরগাঁও প্রতিনিধি: ভূল্লীতে গলায় ফাঁস দিয়ে গোবিন্দ পাল (৪০) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
বুধবার (১২ জুলাই) দুপুরে শুখান পুখুরী ইউনিয়ন ২ নং ওয়ার্ডের পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গোবিন্দ পাল পালপাড়া এলাকার বিরেন্দ্র নাথ পালের ছেলে। তিনার স্ত্রী, ১পুত্র ও ২ মেয়ে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত থাকায় অভিমানে পরিবারের সবার অজান্তে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন গোবিন্দ পাল।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল উদ্দীন বলেন, খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। সে দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
Leave a Reply