নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুরে প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নব্বইয়ের গণআন্দোলনের তুখোর সাবেক ছাত্র নেতা,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য ,নাগরপুর ধল্লেশ্বরী সেতু বাস্তবায়ন কমিটির আহবায়ক তারেক শামস্ খান হিমু।
মত বিনিময় কালে তারেক শামস্ খান হিমু বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে নৌকা প্রতিককে বিজয়ী করার লক্ষে কাজ করতে হবে। বর্তমান সরকারের উন্নয়ন সমুহ তুলে ধরে তিনি আরো বলেন, আগামীতে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতিককে বিজয়ী করে প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাত কে শাক্তিশালী করতে হবে। সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি সরকারের উন্নয়ন মুলক কর্মকান্ড তুলে ধরার জন্য কলম সৈনিকদের প্রতি আহবান জানান তিনি।
ইতোমধ্যে রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহণ ও সেবামুলক কাজের মাধ্যমে নাগরপুর ও দেলদুয়ারের সাধারন মানুষের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছেন তারেক শামস্ খান হিমু। প্রেসক্লাবের সভাপতি আক্তরুজ্জামান বকুল এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. এরশাদ মিয়ার সঞ্চালনায় মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়াম্যান মো. কুদরত আলী, সহ-সভাপতি অ্যাড. আজহারুল ইসলাম, যুগ্ম-সাধারন সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, মামুদনগর ইউপি চেয়ারম্যান শেখ জজ কামাল, মহিলা সম্পাদিকা রওশনারা মাকসুদা সহ প্রেসক্লাবে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।
Leave a Reply